Home জেলার খবর কালিয়াকৈরে ইউপি সদস্যের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

কালিয়াকৈরে ইউপি সদস্যের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

84
0

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে কৃষকের জমির লক্ষাধিক টাকার গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উত্তর দাড়িয়াপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে মাসুদ মিয়া। তিনি সূত্রাপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় ও ভুক্তভোগী কৃষক সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকার কৃষক মহিউদ্দিন মিয়ার ১৫ শতক জমি অভিযুক্ত ইউপি মেম্বার মাসুদ তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে দখলের পাইতারা করে আসছে। এক পর্যায়ে কয়েক মাস আগে সেখানে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে মাটি ফেলে ভরাটের চেষ্টা করেন মাসুদ। এসময় কৃষক পরিবারকে মারধর করেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মহিউদ্দিন বাদী হয়ে ওই ইউপি সদস্যসহ তার সহযোগীদের বিরুদ্ধে  আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, জমি আমি কিনেছি৷ এটা স্থানীয় চেয়ারম্যান কে সাথে নিয়ে মিমাংসা করা হবে।
এ বিষয়ে সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান মিন্টু বলেন, এটি নিয়ে এর আগেও অনেক ঝামেলা হয়েছে। পরে আদালত থেকে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আগামীকাল যাচাই-বাছাই করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here