Home আন্তর্জাতিক কালিয়াকৈরে চন্দ্রায় বাড়ছে উত্তরবঙ্গের গাড়ির চাপ, দীর্ঘ  হচ্ছে যানজট, বাড়তি ভাড়া...

কালিয়াকৈরে চন্দ্রায় বাড়ছে উত্তরবঙ্গের গাড়ির চাপ, দীর্ঘ  হচ্ছে যানজট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

49
0

অনলাইন ডেস্কঃ
ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের রাস্তায় গাড়ির চাপ বেড়েই চলেছে, এতে দীর্ঘ হচ্ছে যানজট, যাত্রী বেশি দেখে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিচ্ছে পরিবহন পক্ষ।
সরেজমিনে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার বিকেলে উত্তরবঙ্গগামী যাত্রীদের প্রচন্ড ভিড়, ঈদের ছুটিতে নাড়িরটানে গ্রামে ফিরছে কর্মজীবী মানুষ। অনেকে বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে বা ঝুলে বাসে, ট্রাকে, লেগুনা, প্রাইভেট যে যেভাবে পারছে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন পক্ষ। ৮০০ টাকার ভাড়া ১৫০০থেকে ১৬০০টাকা দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের।
শফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমার ৭০০টাকার ভাড়া ১৪০০টাকা চেয়েছে , অনেক তর্ক করেও কোন লাভ হয় নাই, ঈদে বাড়িতে যখন যেতে হবেই তাই বাধ্য হয়েই ১৪০০টাকা দিয়েছি।
এ বিষয়ে গাড়ির চালকের সাথে কথা বললে তিনি বলেন, ঈদের সময় রাস্তায় অনেক জ্যাম থাকে, জ্বালানি খরচ বেশি হয়, অনেক সময়ও বেশি লাগে, আবার আসার সময় গাড়ি খালি আসে, আমাদেরওতো ঈদ বোনাস আছে তাই কিছু টাকা ভাড়া বেশি নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here