Home জেলার খবর কালিয়াকৈরে অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা

কালিয়াকৈরে অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা

54
0

আমিনুল ইসলাম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় তিনটি অবৈধ ইট ভাটাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে জানা যায় , কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায়  ২৯/০২/২০২৪ইং (বৃহস্পতিবার ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবৈধ ইট ভাটায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইট ভাটাগুলোর চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে জেআরবি ইট ভাটা মালিককে ১ লক্ষ  ৫০ হাজার, এসবি স্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  কাজী তামজিদ আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভুঁইয়া, সহকারি  পরিচালক মইনুল হক, সহকারি পরিচালক মমিন ভুঁইয়া,
পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, কালিয়াকৈর থানা ও জেলা  পুলিশের সদস্য বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here