Home জেলার খবর পলাশবাড়ীতে ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

পলাশবাড়ীতে ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

31
0

ডেস্কঃ
গত ক দিন হলো দফায় দফায় ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধা বেলা অবরোধ,মানববন্ধন ও বিক্ষোভ করছেন ব্যবসায়ি ও এলাকাবাসী। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি বাজারের ব্যবসায়ীদের উপর দফায় দফায় হামলা করে বেশ কয়েকজন কে আহত করা হয়েছে। সব শেষ গতকাল রবিবার বাজারে এক ব্যবসায়ির ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলাগাছি বাজারের পাশের এলাকা আগপাড়ার প্রবাসী সুলতান এর ছেলে রমজান মিয়া নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায় । এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে ওই একই ব্যক্তি নেতৃত্বে গেল ১৬ মার্চ হামলার শিকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে আই সি ইউ তে চিকিৎসা নিচ্ছেন। এছাড়ও আরো কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ আঠারো মার্চ সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আধাবেলা বাজারের ১৮০ টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এসময় দ্রুত সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার এবং সেই সাথে এই বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here