Home জাতীয় কালিয়াকৈরে ভোটারের উপস্থিতি কম হলেও ভোট গ্রহণ  হচ্ছে সুষ্ঠুভাবে 

কালিয়াকৈরে ভোটারের উপস্থিতি কম হলেও ভোট গ্রহণ  হচ্ছে সুষ্ঠুভাবে 

136
0
আমিনুল ইসলামঃ
গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কালিয়াকৈরে মোট ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে, এখনো পর্যন্ত কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি  বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও, সময় বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছে, কোনরকম পেশি শক্তি ও দলীয় ক্ষমতার  প্রয়োগ দেখা যায়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, কালিয়াকৈরে ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত কোথাও কোনোরকম অপ্রিতিকর ঘটনা ঘটেনি, আশা করি অবাধ সুষ্ঠু  ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বলেন, বিরোধী দল বিএনপি জামায়াতের হরতালকে উপেক্ষা করেই ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাধারণ ভোটাররা। ভোটারদের নিরাপত্তা দিতে গাজীপুরের পাঁচটি আসনে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here